ফ্লাওয়ার পট ডিজাইন করা আপনার সৃজনশীলতার একটি চমৎকার উদাহরণ হতে পারে। ফ্লাওয়ার পট ডিজাইন করে ফুলের বাগান এর সৌন্দর্যতা আরো বৃদ্ধি হয় । ফ্লাওয়ার পট ডিজাইন করতে হলে আপনাকে একটি সুন্দর এবং আরামদায়ক ব্রাশ সংগ্রহ করতে হবে । ব্রাশার সাইজ ছোট থেকে মাঝারি ধরনের হতে হবে । ডিজাইন করা কারো শখ হতে পারে আবার কারো পেশা হতে পারে । পট ডিজাইন করা খুবই সহজ কাজ শুধু আপনার সৃজনশীল দক্ষতা দিয়ে কাজ করতে হবে । ফ্লাওয়ার পট ডিজাইন করে আপনার পটটিতে একটি আকর্ষণীয় রূপ দিতে পারবেন
পোড়ামাটির মটকা বা মাটির পাত্র
ফ্লাওয়ার পট ডিজাইন করার ক্ষেত্রে ছোট বড় পট এর জন্য আলাদা আলাদা ডিজাইন ব্যবহার করতে হবে । আপনার ফ্লাওয়ার পটটি যদি পোড়ামাটির হয়ে থাকে তাহলে এটিতে বিভিন্ন ধরনের রং দিয়ে কারুকার্য করতে পারবেন । মাটির যেকোনো পাত্র দিয়েও ফ্লাওয়ার পট বানানো যায় । ছোট নুড়ি পাথর , মুক্তা বা রঙিন কাপড় রং করে ফ্লাওয়ার পট ডিজাইন করা যেতে পারে এতে ফ্লাওয়ার পটটির একটি আকর্ষণীয় প্রফেশনাল লুক আসবে । কাপড় ফ্লাওয়ার পটের মটকার চার পাশে পেঁচিয়ে বিভিন্ন ধরনের আলপনা আঁকা যেতে পারে এতে ফ্লাওয়ার পটটি দেখতে রাজকীয় সৌন্দর্য দিবে । ফ্লাওয়ার পটটিতে বিভিন্ন রংয়ের ডিজাইন দ্বারা আপনার বাড়ির উঠান আঙিনাকে আরো সৌন্দর্যপূর্ণ করতে পারেন।
প্লাস্টিকের জার বা বোতল
ফ্লাওয়ার পট তৈরি করার জন্য মাঝারি থেকে বড় প্লাস্টিকের বোতল সংগ্রহ করুন কেটে বিভিন্ন আকার দিন , সুন্দর্য বৃদ্ধির জন্য বোতলটিতে পিন ব্যবহার করতে পারেন । প্লাস্টিকের বোতলে কর্ক বিভিন্ন আকারে কেটে পিন দিয়ে বা সুতা দিয়ে আটকে দিন, কর্ক গুলোতে রং ব্যবহার করলে আরো আকর্ষণীয় দেখাবে।
ফলের নকশা
পর্ট পেইন্টিং এর জন্য একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ফলের নকশা। ফলের নকশা দ্বারা তৈরি ফ্লাওয়ার পট বাড়ির যেকোনো জায়গার শোভা বৃদ্ধি করে। আপনার রান্নাঘরে এ ধরনের ফ্লাওয়ার পট অসাধারণ হতে পারে। এই ধরনের নকশা রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় সাজিয়ে রাখলে রান্না ঘরের একটি সুন্দর চেহারা তৈরি করবে ।
পোড়ামাটির পাত্র আঁকা
পোড়ামাটির পাত্রে এক্রাইলিক পেইন্ট ব্যবহার করে আকর্ষণীয় করে তোলা সম্ভব। এক্রাইলিক পেইন্ট ব্যবহার করে আপনার মনের মাধুর্য দিয়ে বিভিন্ন ধরনের ছবি অংকন করতে পারেন । এক্ষেত্রে সিরামিক বা তোরাকাটা পাত্র আদর্শ হতে পারে ।
ফ্লাওয়ার পটে রং করা গাছের জন্য খারাপ হতে পারে কি
না, যেহেতু ফ্লাওয়ার পটে রং করা বা বাহ্যিক কোন ধাতু বা বস্তু যুক্ত করা শুধুমাত্র ব্যবহার্য পাত্রটিতেই সীমাবদ্ধ তাই এখানে গাছের কোন ক্ষতি হবে না ।
Leave a Reply